হতাশা
Disappointment
আজ আমার ভাবতে ভাল লাগে ~
জানি না কি আবেগ , নাকি উচ্ছোলতা ।
খুজেছি , ঘুরেছি তার দাড়ে ।
পায়নী সারা , পায়নী কোন তীর ।
অভাব মুচন হয়নি ,
জমেছিল কালো মেঘের ভীড় ।
এখন আমি অনেক দূড়ে,
চলছি ছুটে তীর গতিতে ।
পেছন পানে নেইকো সময় ,
থাম্বে নাকো গাড়ি ।
আগের কথা ভুলে গেছি,
জমা আছে আরি ।
ডাকছো এখন তীর ঘেসে,
কেমনে থামে গাড়ি ।
এখন আমার নেইক সময়,
স্রাবণ মেঘের ভ্যালা ।
সময় অতীত কেটে গেছে,
ভীড় জমেছে মেঘ সবুজের খেলা ।
তুমি যদি থাক বসে ,
পুশে বুকে বাসা ।
সকল প্রদীপ নীভে জাবে,
জম্বে মেঘ , ভরবে নিরাশা ।
তাই তোমায় বলছি শুখে আছো যত দূড়ে ।
শুখে থাকো তুমি সেতায় রেখে আমায় দূড়ে ।
যদি আমায় হয় দেখা ।
রেখ না কোন, সপ্নো, স্মৃতি আকাঁঁ ।
সকল জীবন হবে আমার ।
রবে স্মৃতি জীবন ।
শুধু তোমার আমার ।