ঝালকাঠির তুরাব আসিম রাদ বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৬ এর সিনিয়র গ্রুপে বরিশাল বিভাগে প্রথম হয়েছে। গত ৫ থেকে ৭ মে তিনদিন ব্যাপি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে বিভাগীয় মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীতে রাদ ঝালকাঠি সরকারি কলেজ থেকে অংশ নেয়।
ঝালকাঠি সরকারি কলেজের পক্ষে এই প্রথম কোন শিক্ষার্থী এ পুরস্কার অর্জন করল। বিদ্যুৎ সাশ্রয় এবং বাড়ির নিরাপত্তা ডিভাইস তৈরি করে রাদ। খুব শীঘ্রই জাতীয় পর্যায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে এখনো তারিখ নির্ধারিত হয়নি।
ক্ষুদে বিজ্ঞানী সকলের কাছে দোয়া চেয়ে বলেন, জাতীয় পর্যায়েও যেন আমি কৃতিত্ব অর্জন করতে পারি, সেজন্য সবাই আমাকে দোয়া করবেন। এই অর্জন সম্পর্কে রাদ বলেন, বাবা-মা, মামা রিয়াজুল হক পলাশ এবং কলেজের শিক্ষকদের সহযোগিতার কারণেই আমি বিজ্ঞান চর্চার সুযোগ পাচ্ছি।
উল্লেখ্য, তুরাব আসিম রাদ কলেজ শিক্ষক মো. শাজাহান ও স্কুল শিক্ষক নাসিমা খানমের ছেলে। আর ও জানতে >> "কিলিক লিং"