রাজামশাই মোদের ভীষণ কুঁড়ে
তার অন্তরে ভয় প্রাণটা জুড়ে,
ভাবে– ঘড়িটা তারে করে ঠাট্টা
সময় অসময় মহা ধড়িবাজ
রাজা’র শুধুই ভাবা, নেই কাজ,
ঘড়ির কাঁটাটা-ই যদি হয় বন্ধ
সময়টা থেমে যাবে হবে নাতো মন্দ।
ভেবে ভেবে রাজা হাত রাখে ঘড়িতে
বন্ধ করি কাঁটা মুখ ভরায় হাসিতে।
দিন গড়িয়ে সন্ধ্যা আসে যে নেমে
সুয্যিমামা পড়ে ঢলে ডান থেকে বামে,
ঘড়িটার কাঁটাটা বারোটা-তেই আটকে
সন্ধ্যারাগের আলো তারাদের ফাঁকে।