স্তব্ধ নিরবতা , মৃদু উষ্ণতা
কিছু স্বপ্ন জমে আছে মনের কোণে
একটা কবিতা লিখব বলে বসে আছি এক মনে ।
কল্পনার আকাশের রংধনু থেকে রং নিয়ে
বাস্তবতার তুলি দিয়ে
আঁচড়েছি মনের ক্যানভাসে
রক্তাক্ত হয়েছি স্বপ্নের ভাঙ্গা কাঁচে ।
.
তিলে তিলে বেড়ে ওঠা স্বপ্নেরা
ছিলো বিশ্বাসের দেয়ালে ঘেরা
বাস্তবতা আঘাতে হলো চৌচির
এক নিমেষেই মরিচীকা পৃথিবীর ।
.
তবুও নতুন স্বপ্ন বাসা বাঁধে মনে
নতুন কবিতা লেখার স্বপ্ন জাগে দু নয়নে
নতুন সুতোয় গাঁথে স্বপ্নের ঘুড়ি
ইচ্ছের আকাশে যতো উড়া উড়ি ।
.
এভাবেই কিছু আশা বাঁচতে শেখায়
নতুন দিগন্তের পথ দেখায় ।।