ছবির মাঝেই আমরা পরিবেশ পরিবর্তন ও জীবনের সাফলতার পথ খুজে পাই। - Some Where in BD Tips Original Hover Effects with CSS3

জনপ্রিয়

close
close

Some Where in BD Tips

বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগতম

Recent Posts

Recent News

ছবির মাঝেই আমরা পরিবেশ পরিবর্তন ও জীবনের সাফলতার পথ খুজে পাই।

অনেকদিন পর আসলাম অনলাইন এ, কিছু ভাল লাগছিলনা। আর ভাল না লাগলেই কিছু লেখতে আসি এবং সময় পার করি নেটে। সকালে ঘুম থেকে উঠলাম, কিন্তু ভালো লাগছে না, ভাবছি অফিসে জাব না, তবুও না না বলেই ৩০ মিনিট চলে গেল।কিন্তূ অবশেষ অফিসে গেলাম। আসলে জীবন টা এখন যন্ত্র এর মত মনে হয়। শুধু অফিস আর বাসা, বাসা আর অফিস, কোন বিনোদন নেই বলতেই চলে। এভাবে কি জীবন চলতে পারে? না,  ভাবছি একটু কোথাও হতে ঘুরে আসা দরকার। কিন্তূ ব্যাস্থ থাকায় সময় এর অভাব। শেষে মনে হল, কাজের ফাকে, মাঝে মাঝে একঘেমি দূর করতে এবং শূন্যতা ভাব কাটাতে বহুবার গিয়েছিলাম। তাই অফিসে এসেই হাজিড়া দিয়ে চললাম সেই খানে, এবার এই জাগায় আসলাম প্রায় ৩-৪ বছর পর। কিন্তূ আসার পরে দেখলাম পরিবেশ এখন, সেয়াময় কার তুলনায় সম্পূণ পিথক। তাই ছবিতে তুলে নিলাম। আর ভাবছি তখন কার আময় এই পরিবেশ ছিল একদম ফাকা। বাড়িঘর তো ছিলোইনা বরং অকড়া গাছ দিয়ে ভরপুর ছিল। সন্ধা লাগলেই চারদিক সিয়ালের দল হুক্কা হুয়া, হুক্কা হুয়া ডাক দিয়ে বেরাত। এভাবে যত রাত হত তেমনি অন্ধকার নামতো আর পরিবেশ নিঝুম হয়ে আস্ত। আমাকে সেই নিঝুম পরিবেশ অনেক ভালো লাগত। কিন্তূ এখন ছবিতে দেকছি চারদিক ঘনবসতি, দূরে দারিয়া খেলার মাঠ, যেখানে অনেক সময় পারি দিয়েছি। ভাবছি কতকিছু পরিবর্তন হয়েছে। সময় এর সাথে সব বদলে উন্নত হয়েছে, হয়েছে লোকাল থেকে এলাকা, এলাকা থেকে শহর বাজার। শুধু বদলাই নি আমি। 

আমাদের সাইটের পোস্ট ইমেজ ইফেক্টসিএসএস3 ট্রানজিশন এবং অ্যানিমেশন সিস্টেম