শাহানা চৌধুরী
ও দরিয়ার পানি আমায় একটি কথা বল
আমার রবি মাঝদরিয়ায় সঙ্গি হয়ে চল।
তীর দেখিনা কূল দেখিনা গহিন সাগর তল
বুকফাটিয়া কান্না আসে সঙ্গি হয়ে চল!
আমার রবি মাঝদরিয়ায় সঙ্গি হয়ে চল।
তীর দেখিনা কূল দেখিনা গহিন সাগর তল
বুকফাটিয়া কান্না আসে সঙ্গি হয়ে চল!
দূরের দেশের সঙ্গি আমার একলা চলাচল
তুফান এলে আমার রবির মায়া হবি বল?
খাঁচার মাঝে বন্দি আমি সুপ্ত বালুচর
ও দরিয়া আমার ব্যথা মনখুলিয়া বল!
তুফান এলে আমার রবির মায়া হবি বল?
খাঁচার মাঝে বন্দি আমি সুপ্ত বালুচর
ও দরিয়া আমার ব্যথা মনখুলিয়া বল!
হাতের কাঁকন ভাঙ্গছি বসে,
চুলের বাঁধন পড়ছে খসে,
শাড়ির আঁচল মাটি ঘেঁসে,
মন পড়ে রয় গহীন দেশে
আমার তবে কে আর রবে একটু বুঝে বল?
আমার রবি মাঝদরিয়ায় সঙ্গী হয়ে চল!
চুলের বাঁধন পড়ছে খসে,
শাড়ির আঁচল মাটি ঘেঁসে,
মন পড়ে রয় গহীন দেশে
আমার তবে কে আর রবে একটু বুঝে বল?
আমার রবি মাঝদরিয়ায় সঙ্গী হয়ে চল!
মেঘলা আকাশ,কালো পানি
ঢেউয়ের তরে নিচ্ছে টানি
ক্ষুধারত এই গভির স্রোতে
মাতাল ভাঙ্গন শব্দ ওঠে!
সৃষ্টি সবই ধ্বংস করে
আওলা চুলে বাউলা নাচে,
আমার বুকে কাপন ওঠে
রবির জীবন সংকটে!
ঢেউয়ের তরে নিচ্ছে টানি
ক্ষুধারত এই গভির স্রোতে
মাতাল ভাঙ্গন শব্দ ওঠে!
সৃষ্টি সবই ধ্বংস করে
আওলা চুলে বাউলা নাচে,
আমার বুকে কাপন ওঠে
রবির জীবন সংকটে!
কেমন করে যাবো বলো
শেষের ঘরে প্রদীপ নেভে।
বাদলা হাওয়ায় কুপি জ্বলে
ঝিঁঝিঁ পোকা কথা বলে,
খড়ের চালের ফাঁকে ফাঁকে
জোছনা গোলে পড়ে!
মন পাখি বাতায়নে
আলোর নেশা ঝরে!
বেতফলেরা সাক্ষী হয়ে
অম্ল মধুর স্বাদে,
গাব গাছের ঝাঁকড়া চুলে
বাউল সুর বাঁধে!
শেষের ঘরে প্রদীপ নেভে।
বাদলা হাওয়ায় কুপি জ্বলে
ঝিঁঝিঁ পোকা কথা বলে,
খড়ের চালের ফাঁকে ফাঁকে
জোছনা গোলে পড়ে!
মন পাখি বাতায়নে
আলোর নেশা ঝরে!
বেতফলেরা সাক্ষী হয়ে
অম্ল মধুর স্বাদে,
গাব গাছের ঝাঁকড়া চুলে
বাউল সুর বাঁধে!
ও রবি মোর ফিরবে কখন
জলের উপর প্রিয় সুজন!
জানালা ধারে দূরের দিঘী
অদৃশ্য এক শুণ্য সিঁথি
বুকের বাঁধন শক্ত বাঁধা
সুপ্ত আঁড়াল শরীর ফাঁকা !
আমার গাঙ্গের জলের ধারা
মেটে কলস পানি ভরা।
শীতল ছায়ায় নীরব চাওয়া!
জলের উপর প্রিয় সুজন!
জানালা ধারে দূরের দিঘী
অদৃশ্য এক শুণ্য সিঁথি
বুকের বাঁধন শক্ত বাঁধা
সুপ্ত আঁড়াল শরীর ফাঁকা !
আমার গাঙ্গের জলের ধারা
মেটে কলস পানি ভরা।
শীতল ছায়ায় নীরব চাওয়া!
ও দরিয়া মাঝ দরিয়া?
উজান ভাটির গাঁয়,
অদৃশ্য এক আলিঙ্গনে
পাল উড়িয়া যায়!
আমার রবি মাঝ দরিয়ায়
উদাস মনে চায়!
উজান ভাটির গাঁয়,
অদৃশ্য এক আলিঙ্গনে
পাল উড়িয়া যায়!
আমার রবি মাঝ দরিয়ায়
উদাস মনে চায়!